প্রত্যয়-পাঠ / অভিজিৎ অভি


ব্যাকরণের সবচেয়ে কঠিন অধ্যায় হল প্রকৃতি-প্রত্যয় (ব্যক্তিগত অভিমত)। তবে কিছু সহজ নিয়ম দিয়ে অনেকগুলো জটিল শব্দের প্রত্যয় সহজে ব্যাখ্যা করা যায়। আজ তেমন একটি নিয়ম দেখা যাক।
নিয়ম: উ+অ=ব।
ষ্ণ একটি তৎসম তদ্ধিত প্রত্যয়, এর ‘ষ’ ও ‘ণ’ ইৎ হয়ে যায় বা হারিয়ে যায় এবং শুধু ‘অ’ থাকে। যদি প্রকৃতির শেষে ‘উ’ থাকে, তাহলে উ আর অ মিলে ‘ব’ হয়ে যায়। এর সাথে আদিস্বরের বৃদ্ধিও(অ>আ, ই,ঈ>ঐ, উ,ঊ> ঔ, ঋ>আর) ঘটে। এই নিয়মের কতগুলো শব্দ:
মনু+ষ্ণ=মানবধাতু+ষ্ণ=ধাতববস্তু+ষ্ণ=বাস্তবপাণ্ডু+ষ্ণ=পাণ্ডবভৃগু+ষ্ণ=ভার্গবকুরু+ষ্ণ=কৌরবসুষ্ঠু+ষ্ণ=সৌষ্ঠববন্ধু+ষ্ণ=বান্ধবযদু+ষ্ণ=যাদবপশু+ষ্ণ=পাশবঋজু+ষ্ণ=আর্জবগুরু+ষ্ণ=গৌরবলঘু+ষ্ণ=লাঘবরঘু+ষ্ণ=রাঘববসু+ষ্ণ=বাসবজন্তু+ষ্ণ=জান্তবদনু+ষ্ণ=দানববিষ্ণু+ষ্ণ=বৈষ্ণবমধু+ষ্ণ=মাধব

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন