তা আর ত্ব / ড. মোহাম্মদ আমীন


‘তা’ ও ‘ত্ব’  বিশেষ্য পদের চিহ্ন। কোনো কোনো বিশেষণ পদের সঙ্গে -তা, আবার কোনো কোনোটায় –ত্ব যোগ করে বিশেষণ পদকে বিশেষ্য পদে পরিবর্তন করতে হয়। যেমন- অমর> অমরতা, অমরত্ব, নবীন> নবীনতা, নবীনত্ব, নূতন> নূতনত্ব, পঙ্গু> পঙ্গুত্ব, পশু> পশুত্ব, কৃপণ> কৃপণতা, জড়> জড়তা, মূর্খ> মূর্খতা, শত্রু> শত্রুতা, সফল> সফলতা ইত্যাদি। তবে কোথায় তা বসবে আর কোথায় ত্ব তার কোন স্বচ্ছ নিয়ম নেই।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন