সম্বন্ধ পদে র / ড. মোহাম্মদ আমীন


শব্দ এক অক্ষরের হলে, ব্যঞ্জনান্ত হলে, অকারান্ত বিশেষ্য হলে বা  শব্দের শেষ অক্ষর ‘স্বর’ হলে ‘এর’ হবে।
যেমন- শব্দ এক অক্ষর হলে- ক-এর, গাঁ-এর, মায়ের ইত্যাদি।
 ব্যাঞ্জনান্ত হলে- কাজ> কাজের,ভাঁজ> ভাঁজের ইত্যাদি
অকারান্ত বিশেষ্য হলে- সুন্দর> সুন্দরের, দুঃখ> দুঃখের, দেহ> দেহের ইত্যাদি।
 শব্দের শেষ অক্ষর স্বরবর্ণ হলে- ভাই> ভাইয়ের/ভাইএর, সইএর/সইয়ের, জামাইএর/জামাইয়ের,বউএর/বউয়ের, বইএর/বইয়ের ইত্যাদি।
অন্যত্র ‘র’ হবে।যেমন- টাকা> টাকার, ভালবাসা>ভালবাসার, নদী>নদীর, বধূ>বধূর, ছেলে> ছেলের, মেয়ে>মেয়ের ইত্যাদি। অকারান্ত বিশেষণের পরে ‘র’ হয়। যেমন-মন্দ> মন্দর,তের> তেরর পরে ইত্যাদি।মানুষের নাম স্বরান্ত হলেও ‘র’ হয়। যেমন- অমূল্যর বাসা, অনন্তর বই, প্রসন্নর ছেলে ইত্যাদি।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল / ড. মোহাম্মদ আমীন