শ্রদ্ধা ও সম্মান / ড. মোহাম্মদ আমীন
শ্রদ্ধা [শ্রৎ+√ধা+অ+আ(টাপ্)] শব্দের অর্থ সাধারণত কোনো ব্যক্তির প্রতি বিশেষ সম্মান, ভক্তি, সমীহ, গভীর আস্থা, নির্ভরতা, নিষ্ঠা প্রভৃতি। এটি সংস্কৃত শব্দ এবং বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়।শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধান্বিত, শ্রদ্ধাবান, শ্রদ্ধাবনত, শ্রদ্ধাভাজন, শ্রদ্ধাভাজনাসু, শ্রদ্ধাভাজনেষু, শ্রদ্ধার্ঘ্য, শ্রদ্ধালু, শ্রদ্ধাস্প , শ্রদ্ধাস্পদাসু, শ্রদ্ধাস্পদেষু, শ্রদ্ধাহীন, শ্রদ্ধেয় প্রভৃতি ‘শ্রদ্ধা’ সঙ্গের সমগোত্রীয়। সম্মান (সম্+√মন্+অ) শব্দের অর্থ মান মর্যাদা গৌরব, সশ্রদ্ধ খাতির, সমাদর প্রভৃতি। এটি তৎসম এবং বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়। মান্য ব্যক্তিকে প্রদত্ত সম্মানি অর্থেও সম্মান শব্দের প্রয়োগ দেখা যায়। সম্মানন, সম্মাননা, সম্মাননীয়, সম্মানি, সম্মানিত প্রভৃতি শব্দ অর্থ বিবেচনায় সম্মান শব্দের সমগোত্রীয়। বাকি অংশ