বানান সূত্র: উ-কার, ঊ-কার / Naeema Sehely

 

 বানান-সূত্র: উ-কার, ঊ-কার

Naeema Sehely
'উ' আর 'ঊ' যখন 'দ' এর সাথে যুক্ত হয় , তখন আমরা 'ঊ' জুড়ে দিয়ে ব্যস্ত হয়ে লিখে ফেলি - 'দূঃখ', 'দূর্যোগ' , দূর্বার , কিংবা কখনও লিখছি - 'দূরবীন' , দূরদর্শন ।
উ-কার কিংবা ঊ-কার কোথায় হবে আর কোথায় হবে না; তা মনে রাখার জন্য সহজ কথাটি হলো- যত কিছু মন্দ, যত কিছু কঠিন, যত কিছু নিন্দার সব শব্দগুলোতে 'উ-কার' হবে; আর যত কিছু দূরবর্তী তার সবকিছুতে 'ঊ-কার' হবে। যেমন: দুঃখ, দুর্বল, দুর্যোগ, দুর্বার, দুর্গম, দুর্মর, দুর্দমনীয়, দুর্জয়, দুর্গতিনাশিনী (দুর্গা) দুরতিক্রম্য, দুরধিগম্য, দুর্বিনীত ইত্যাদি।
আবার দূরবর্তী,দূরদেশ, দূরদর্শন, দূরবীণ, দূরবীক্ষণ, দূরালাপনী, দূরবার্তা ইত্যাদি শব্দে ‘দূ. হবে।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

হিসাব আর হিসেবে / ড. মোহাম্মদ আমীন - শুবাচ