পানির রঙ কত ঢঙ / ড. মোহাম্মদ আমীন - শুবাচ

পানির রঙ কত ঢঙ


জলপানি: ছাত্রবৃত্তি
কালাপানি: দ্বীপান্তর
লালপানি: মদ্য/অ্যালকোহলজাতীয় পানীয়।
সাদাপানি: সাধারণ পানি।

ভারিপানি : হাইড্রোজেন যখন এর আইসোটপ ডিউটেরিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয় তখন ডিউটেরিয়াম ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত পানিকে ভারিপানি (D2O) বলে। ভারিপানি বলার কারণ হাইড্রোজেনের চেয়ে এর আইসোটপে ডিউটেরিয়ামের ভর বেশি। হাইড্রোজেন এর ভর 1.00794 কিন্তু ডিউটেরিয়াম এর ভর 2.01355
ঘোলাপানি: কাদামাখা পানি (এ পানিতে মাছ শিকার নাকি খুব সহজ)।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন