বাংলা ভাষার জন্য হস্ত কর্তন / ড. মোহাম্মদ আমীন - শুবাচ

বাংলা চর্চা করায় হস্ত কর্তন

বাংলাভাষায় কবিতা লেখার অপরাধে তৎকালীন রাজ দরবারের লোকেরা প্রাচীন বাঙালি কবি কাহ্নপার দুই হাত কেটে ফেলেছিলেন। তারা আইন করেছিলেন রাজ দরবারের ভাষা ও সংস্কৃত
ছাড়া অন্য কোন ভাষা রাষ্ট্র ও সমাজে চলবে না । এই আদেশ অমান্য করে
বাংলা ভাষায় কবিতা লেখায় কাহ্নপার দুই হাত
কেটে ফেলা হয়েছিল।

কথা শিল্পী সেলিনা হোসেন তাঁর ‘নীল ময়ূরীর যৌবন’ উপন্যাসে লিখেছেন:
“দেবল ভদ্র গর্জন করে ওঠে, না ওকে ফাঁসি-গাছে ঝোলানো হবে না। ওকে মেরে ফেলবে না। ওর শাস্তি হবে তিলে তিলে। ধুঁকে ধুঁকে মরবে ও। ওর হাত দুটো কেটে ফেল। গীত লেখার সাধ বুঝুক।
তারপর আর কিছু মনে নেই কাহ্নপার। জ্ঞান ফেরার পর দেখে শবরী ওর মুখের ওপর ঝুঁকে আছে।”
                [উৎস: সেলিনা হোসেনের উপন্যাস সমগ্র-২, পৃ: ৩৮১]

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন