না হয়, নাহয় / ড. মোহাম্মদ আমীন - শুবাচ

না হয়/ নাহয়


‘না হয়’ ও ‘নাহয়’ অভিন্ন অর্থ জ্ঞাপন করে না। ‘না হয়’ বাকভঙ্গি ইতিবাচক অর্থে কোনো
বিষয়ের গুরুত্ব প্রকাশে ব্যবহৃত হয়। যেমন: আমি না হয় খারাপ কিন্তু আমার কথা তো খারাপ নয়।
‘নাহয়’ শব্দটি ‘পক্ষান্তরে/বরং’ ইত্যাদি অর্থ প্রকাশে ব্যবহৃত হয়। যার ইংরেজি প্রতিশব্দ otherwise.
যেমন: আমি ‘নাহয়’ আমার জুনিয়র মামলাটি দেখবে।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

হিসাব আর হিসেবে / ড. মোহাম্মদ আমীন - শুবাচ