বুলেট থেকে ব্যালট / ড. মোহাম্মদ আমীন - শুবাচ

বুলেট থেকে ব্যালট
=========
কথিত হয়, প্রাচীন গ্রিসে বিশ্বের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সে কালের নির্বাচনসমূহে সাদা-কালো বুলেট (bullet) বাক্সে ফেলে ভোট দেওয়া হত। এখনকার মতো কাগজের ব্যালট ছিল না। সমর্থক ভোটারগণ ফেলতেন white-bullet আর বিপক্ষতা বোঝাতে ফেলা হত black-bullet। গ্রিসের এ black-bullet হতে ইংরেজি back-balling বাগ্‌ভঙ্গিটির উৎপত্তি। জর্জ স্ট্যানলির লেখায় bullet দ্বারা ভোট দেওয়ার সাক্ষ্য পাওয়া যায়; তিনি লিখেছেন : . . . they gave their choice by bullet। আসলে bullet শব্দের শব্দের মূল ও আদি অর্থ ছিল ছোট বল। ইংরেজি ভাষায় এসে bullet নিজেকে সামান্য পরিবর্তন করে ballot হয়ে যায়। এ ballot শব্দের অর্থও ছিল ছোট বল। সুতরাং দেখা যাচ্ছে, বুলেট ও ব্যালটের সম্পর্ক জন্ম থেকে অবিচ্ছেদ্য। হয়তো এ জন্য এখনও অনেক দেশে বুলেট ব্যালটকে নিয়ন্ত্রণ করে; যদিও আধুনিক বুলেট ও ব্যালটের আকাশ-পাতাল তফাত। ব্যালট কাগজের কিন্তু বুলেট ধাতুর তৈরি বলে হয়তো শাক্ত-ঘরিষ্ঠ দেশসমূহে বুলেটের শক্তি ব্যালটের চেয়ে বেশি।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন