শুদ্ধ বানান উচ্চারণ ও অর্থ / ড. মোহাম্মদ আমীন - শুবাচ
কয়েকটি শব্দের বানান, উচ্চারণ ও অর্থ
==================
অকু (অকু) : ঘটনা, দুর্ঘটনা, [অকুস্থল : দুর্ঘটনাস্থল]।
অক্তোদ্বাহ (অক্তোদ্বাহো) : অবিবাহিত।
অঙ্গদ (অঙ্গদ্) : বাহুর অলঙ্কার, বাজুবন্দ।
অজিফা (ওজিফা) : স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের দ্বারা সাধ্য মন্ত্র।
অটবি (অটোবি) : বন, অরণ্য।
অহেতু (অহেতু) : অকারণ।
অহৈতুক (অহোইতুক) : অকারণ।
অভীপ্সা (ওভিপ্সা) : অভিলাষ, একান্ত বাসনা।
অর্ধাশন (অরধাশোন্) : অশনের অর্ধভাগ, আধপেটা আহার
অর্ধাসন (অরধাশোন্) : আসনের অর্ধভাগ
অসূর্যম্পশ্য (অশুর্জম্পোশশো) : সূর্যের মুখ পর্যন্ত দেখে নি এমন। [স্ত্রী : অসূর্যম্পশ্যা]
অসদ্গ্রাহী (অশদ্গ্রাহি) : অবৈধ দান গ্রহণকারী, ঘুষখোর।
অস্মিতা (অস্মিতা) : আমিত্ব, অহঙ্কার, ব্যক্তিত্ব।
অসদ্ব্যবহার (অশদ্ব্যাবোহার) : মন্দ আচরণ।
অসবর্ণ (অশবর্নো) : ভিন্ন জাতীয়।
জগজ্জন (জগোজ্জন) : জগদ্বাসী, পৃথিবীর মানুষ।
জগদ্বন্ধু (জগোদ্বোন্ধু) : জগতের কল্যাণকারী, সূর্য, ঈশ্বর।
জঘন (জঘন্) : স্ত্রীলোকের নিতম্বের সম্মুখভাগ।
জনয়িতা (জনোয়িতা) : উৎপাদক, পিতা, জন্মদাতা
জনান্তিক (জনান্তিক) : লোকের নিকট, লোকের সম্মুখে অথচ অন্যলোকে শুনতে পায়-না, এমন সংলাপ।
==================
অকু (অকু) : ঘটনা, দুর্ঘটনা, [অকুস্থল : দুর্ঘটনাস্থল]।
অক্তোদ্বাহ (অক্তোদ্বাহো) : অবিবাহিত।
অঙ্গদ (অঙ্গদ্) : বাহুর অলঙ্কার, বাজুবন্দ।
অজিফা (ওজিফা) : স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের দ্বারা সাধ্য মন্ত্র।
অটবি (অটোবি) : বন, অরণ্য।
অহেতু (অহেতু) : অকারণ।
অহৈতুক (অহোইতুক) : অকারণ।
অভীপ্সা (ওভিপ্সা) : অভিলাষ, একান্ত বাসনা।
অর্ধাশন (অরধাশোন্) : অশনের অর্ধভাগ, আধপেটা আহার
অর্ধাসন (অরধাশোন্) : আসনের অর্ধভাগ
অসূর্যম্পশ্য (অশুর্জম্পোশশো) : সূর্যের মুখ পর্যন্ত দেখে নি এমন। [স্ত্রী : অসূর্যম্পশ্যা]
অসদ্গ্রাহী (অশদ্গ্রাহি) : অবৈধ দান গ্রহণকারী, ঘুষখোর।
অস্মিতা (অস্মিতা) : আমিত্ব, অহঙ্কার, ব্যক্তিত্ব।
অসদ্ব্যবহার (অশদ্ব্যাবোহার) : মন্দ আচরণ।
অসবর্ণ (অশবর্নো) : ভিন্ন জাতীয়।
জগজ্জন (জগোজ্জন) : জগদ্বাসী, পৃথিবীর মানুষ।
জগদ্বন্ধু (জগোদ্বোন্ধু) : জগতের কল্যাণকারী, সূর্য, ঈশ্বর।
জঘন (জঘন্) : স্ত্রীলোকের নিতম্বের সম্মুখভাগ।
জনয়িতা (জনোয়িতা) : উৎপাদক, পিতা, জন্মদাতা
জনান্তিক (জনান্তিক) : লোকের নিকট, লোকের সম্মুখে অথচ অন্যলোকে শুনতে পায়-না, এমন সংলাপ।
Comments
Post a Comment