Posts

Showing posts from July, 2014

ভূঁইয়া সফিকুল ইসলাম - কাব্যস্নিগ্ধে নিপাট মুগ্ধতা / ড. মোহাম্মদ আমীন

Image
ভূঁইয়া সফিকুল ইসলাম কবি, গীতিকার, সুরকার ও প্রাবন্ধিক ভূঁইয়া সফিকুল ইসলাম ১৯৫৭ খ্রিস্টাব্দে বাগেরহাট জেলায় এক অভিজাত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাড়ির পাশে গ্রামের পাঠশালায় তাঁর হাতেখড়ি। তিনি ১৯৭১ খ্রিস্টাব্দে এসএসসি, ১৯৭৩ খ্রিস্টাব্দে এইচএসসি ও ১৯৮০ খ্রিস্টাব্দে ডিগ্রি পাশ করেন। অতঃপর সহকারী কমিশনার পদে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসনের সদস্য হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন।  ১৯৯৭ খ্রিস্টাব্দে তিনি ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদসহ তিনটি সংস্থায় সংস্থাপ্রধান হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত আছেন। সরকারি দায়িত্বের পাশাপাশি তিনি সাহিত্য ও সঙ্গীত সাধনা নিবেদিত। তার প্রকাশিত গ্রন্থ ১১টি। নিজের লেখা গানের সিডি প্রকাশিত হয়েছে ১০টি। তার অধিকাংশ গানে তিনি নিজেই সুরারোপ করেছেন।তাঁর কবিতা, গান, সুর ও প্রবন্ধে মানুষ, জীবন ও মানবতার জয়গান বিমূর্ত সাহসে উচ্চকিত।  বা...

বিশেষণ প্রয়োগে শুদ্ধতা / অভিজিৎ অভি - শুবাচ

বিশেষণ প্রয়োগে শুদ্ধতা  ১। প্রতিশব্দ সচেতনতাঃ কিছু বিশেষণের প্রতিশব্দ ব্যবহার করলে তা ভুল হয়। যেমন ছোট আর ক্ষুদ্র সমার্থক হলেও সবক্ষেত্রে শব্দ দুটি ব্যবহার করা যায় না। “সে আমার ছোট ভাই” এর পরিবর্তে “সে আমার ক্ষুদ্র ভাই” লিখলে তা অশুদ্ধ হবে। ২। নির্দিষ্ট বিশেষণঃ কিছু বিশেষণ কেবল একটি বিশেষ শব্দকেই বিশেষায়িত করে। যেমন ধবধবে, কুচকুচে ও টুকটুকে যথাক্রমে কেবল সাদা, কাল ও লাল রঙ কেই বিশেষিত করতে পারে। তাই ধবধবে লাল বা কুচকুচে সাদা অশুদ্ধ প্রয়োগ। ৩। ইতিবাচক বা নেতিবাচক বিশেষণঃ ‘মারা ত্মক সুন্দর’, ‘অপূর্ব যন্ত্রণা’ ইত্যাদি অশুদ্ধ প্রয়োগ। কারণ নেতিবাচক বিশেষণ মারাত্মক সুন্দরকে বিশেষিত করতে পারে না এবং ইতিবাচক বিশেষণ অপূর্ব যন্ত্রণার বিশেষণ হতে পারে না। ৪। বাক্যে বিশেষণের সঠিক স্থানঃ কোন বিশেষণ যে পদকে বিশেষিত করে, ঠিক তার পূর্বে বসে। তাই ‘বিরাট গরু-ছাগলের হাট’ বললে গরু-ছাগলকে বিরাট বোঝায়, যদিও বক্তা হাটের বিশেষণ বোঝাতেই বিরাট শব্দটি বসিয়েছেন। সঠিক ক্রম ‘গরু-ছাগলের বিরাট হাট’। ৫। বিধেয় বিশেষণের স্ত্রীবাচকতাঃ যদি বিশেষণ, বিশেষিত পদের পরে বসে ত...

উৎপাদন ও উৎপাদিত / ড. মোহাম্মদ আমীন - শুবাচ

উৎপাদন / উৎপাদিত ‘ উৎপাদন ’ শব্দটি বিশেষ্য কিন্তু শব্দটির পরে ‘ করা ’ শব্দ বসালে ক্রিয়াপদে পরিণত হয়। যেমন : এ বছর চিনির উৎপাদন অনেক কম। উৎপাদিত শব্দটি বিশেষণ। যেমন : সুইজারল্যাণ্ডে উৎপাদিত ঘড়ি মজবুত ও টেকসই। ‘ মিলে লবণ উৎপাদন হচ্ছে ’ বাক্যটি শুদ্ধ নয়। লিখতে হবে ‘ মিলে লবণ উৎপাদন করা হচ্ছে ’ কিংবা ‘ মিলে লবণ উৎপাদিত হচ্ছে। ’

সহসা / ড. মোহাম্মদ আমীন - শুবাচ

সহসা সহসা তৎসম শব্দ । এর আভিধানিক অর্থ হঠাৎ / অকস্মাৎ / অতর্কিতভাবে । ‘ সহসা ’ শব্দটিকে অনেকে ‘ শীঘ্র / তাড়াতাড়ি / সত্বর ’ অর্থে ব্যবহার করে থাকেন । এটি ঘোড়াকে গাধা দিয়ে প্রতিস্থাপনের মত । সহসা উত্তর চাই অর্থ অতর্কিতে উত্তর চাই । এটি শুদ্ধ নয় । সহসা সন্ত্রাসী আক্রমণ করল লেখা যায় । শীঘ্র / তাড়াতাড়ি অর্থে ‘ সহসা ’ লেখা ভুল । এমনটি করবেন না । ( সূত্র : বাংলা বানান ও শব্দচয়ন ) ।