ভূঁইয়া সফিকুল ইসলাম - কাব্যস্নিগ্ধে নিপাট মুগ্ধতা / ড. মোহাম্মদ আমীন
ভূঁইয়া সফিকুল ইসলাম কবি, গীতিকার, সুরকার ও প্রাবন্ধিক ভূঁইয়া সফিকুল ইসলাম ১৯৫৭ খ্রিস্টাব্দে বাগেরহাট জেলায় এক অভিজাত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাড়ির পাশে গ্রামের পাঠশালায় তাঁর হাতেখড়ি। তিনি ১৯৭১ খ্রিস্টাব্দে এসএসসি, ১৯৭৩ খ্রিস্টাব্দে এইচএসসি ও ১৯৮০ খ্রিস্টাব্দে ডিগ্রি পাশ করেন। অতঃপর সহকারী কমিশনার পদে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসনের সদস্য হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন। ১৯৯৭ খ্রিস্টাব্দে তিনি ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদসহ তিনটি সংস্থায় সংস্থাপ্রধান হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত আছেন। সরকারি দায়িত্বের পাশাপাশি তিনি সাহিত্য ও সঙ্গীত সাধনা নিবেদিত। তার প্রকাশিত গ্রন্থ ১১টি। নিজের লেখা গানের সিডি প্রকাশিত হয়েছে ১০টি। তার অধিকাংশ গানে তিনি নিজেই সুরারোপ করেছেন।তাঁর কবিতা, গান, সুর ও প্রবন্ধে মানুষ, জীবন ও মানবতার জয়গান বিমূর্ত সাহসে উচ্চকিত। বা...