অনুভূমিক/আনুভূমিক : ড. মোহাম্মদ আমীন - শুবাচ
অনুভূমিক/আনুভূমিক
========
ইংরেজি হরিজন্টাল (horizontal) শব্দের বাংলা প্রতিশব্দ অনুভূমিক। কিন্তু অনেকে লিখেন আনুভূমিক। বাংলা ব্যাকরণমতে `আনুভূমিক' অশুদ্ধ। অনেকে বলেন, আনুষ্ঠানিক শুদ্ধ হলে, আনুমানিক
শুদ্ধ হলে আনুভুমিক কেন শুদ্ধ হবে না। মনে রাখতে হবে `আনুষ্ঠানিক' ও
`আনুমানিক' -ইক প্রত্যয় যোগে গঠিত শব্দ। কিন্ত অনুভূমিক
শব্দে -ক প্রত্যয় ব্যবহৃত হয়েছে। তাই আনুভূমিক নয়,
অনুভূমিক।
========
ইংরেজি হরিজন্টাল (horizontal) শব্দের বাংলা প্রতিশব্দ অনুভূমিক। কিন্তু অনেকে লিখেন আনুভূমিক। বাংলা ব্যাকরণমতে `আনুভূমিক' অশুদ্ধ। অনেকে বলেন, আনুষ্ঠানিক শুদ্ধ হলে, আনুমানিক
শুদ্ধ হলে আনুভুমিক কেন শুদ্ধ হবে না। মনে রাখতে হবে `আনুষ্ঠানিক' ও
`আনুমানিক' -ইক প্রত্যয় যোগে গঠিত শব্দ। কিন্ত অনুভূমিক
শব্দে -ক প্রত্যয় ব্যবহৃত হয়েছে। তাই আনুভূমিক নয়,
অনুভূমিক।
Comments
Post a Comment