প্রচার ও সম্প্রচার / ড. মোহাম্মদ আমীন



প্রচারসম্প্রচার 

প্রচার সম্প্রচার উভয় শব্দের অন্তর্নিহিত উদ্দেশ্য অভিন্ন হলেও শব্দ দুটির প্রায়োগিক অর্থে ব্যাপক পার্থক্য রয়েছে প্রচার শব্দের অর্থ ঘোষণা, বিজ্ঞপ্তি, প্রকাশ, সর্বসাধারণকে জ্ঞাত করানো, প্রচলন ইত্যাদি কিন্তু সম্প্রচার শব্দের অর্থ ব্যাপকভাবে প্রচার নির্দিষ্ট কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা জনগোষ্ঠীর জন্য সীমিত কর্তৃত্বের অধিকারী কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে কোন কিছু প্রকাশ করাকে প্রচার বা ঘোষণা বলা হয় যদি কোন ব্যক্তি, সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান নিজে কোন কিছু ঘোষণা করে, সেটি হবে প্রচার

অন্যদিকে, সম্প্রচার হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা ব্যাপক জনগোষ্ঠীর জন্য ব্যাপকভাবে প্রচারিত কোন ঘোষণা যে কেউ প্রচার করতে পারে কিন্তু শক্ত প্রাতিষ্ঠানিক ভিত্তি ছাড়া সম্প্রচার সম্ভব নয় শিক্ষা মন্ত্রণালয় যদি কোন পাবলিক পরীক্ষার ফল নিজেরাই ঘোষণা করে সেটি হবে প্রচার; কিন্তু প্রচারটি যখন বেতার, টেলিভিশন বা অন্য কোন সম্প্রচার কর্তৃপক্ষের মাধ্যমে ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থা নেয়া হয়, তাহলে সেটি হবে সম্প্রচার আর একটি বিষয়, প্রচার যাদের উদ্দেশ্যে নিবেদিত তারা ছাড়া অন্য কেউ নাও জানতে পারেন, কিন্তু সম্প্রচারের ক্ষেত্রে প্রয়োজন-অপ্রয়োজন নির্বিশেষে সবাই তা জেনে যায় অতএব সকল সম্প্রচার প্রচার কিন্তু সকল প্রচার সম্প্রচার নয়

উদাহরণ: সরকার সম্প্রচারের জন্য বিজয়ীদের তালিকা বেতার কর্তৃপক্ষের নিকট প্রেরণ করে

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

হিসাব আর হিসেবে / ড. মোহাম্মদ আমীন - শুবাচ