ঘরের শত্রু বিভীষণ / ড. মোহাম্মদ আমীন - শুবাচ


ঘরের শত্রু বিভীষণ :

এ বাংলা বাক্যভঙ্গিটির অর্থ স্বজন শত্রু। যিনি নিজের আপনজনের ক্ষতি করে।
বিভীষণ ছিলেন রাবণের ছোট ভাই। রাবণ, কুম্ভকর্ণ ও বিভীষণ ছিলেন বিশ্রবা মুনির সন্তান। তাঁদের মা নিকষা ছিলেন সুমালী রাক্ষসের মেয়ে। নিকষার আরেক নাম কৈকসী। সুমালী তাঁর মেয়ে নিকষাকে বিশ্রবা মুনির কাছে পাঠান। বিশ্রবা মুনি তখন ধ্যান করছিলেন। নিকষা আসায় তাঁর ধ্যান ভেঙে যায়। ক্ষুব্ধ মুনি অভিশাপ দিয়ে বসেন নিকষাকে: তোমার সব সন্তানই হবে ভীষণাকার রাক্ষস। অভিশাপ শুনে বিমূঢ় নিকষা। মুনিকে অনেক অনুনয়-বিনয় করেন নিকষা। অবশেষে বিশ্রবা মুনি শান্তস্বরে বললেন: শাপ পুরো বন্ধ করার ক্ষমতা আমার নেই। তবে তোমার শেষ সন্তানটি রাক্ষস হলেও ধর্মনিষ্ঠ হবে। রাম-রাবণের যুদ্ধের গল্প অনেকের জানা। রাবণ সীতাকে উঠিয়ে নিলে রাম সীতাকে উদ্ধারের জন্য ধর্মযুদ্ধ ঘোষণা করেন। তখন রাবণের এই ধর্মনিষ্ঠ ছোট ভাই রামের পক্ষে যোগ দেন। রাক্ষস-রাজ্যের নানা গোপন কথা ফাঁস করে করে রামকে তিনি জিততে সহায়তা করেন।বিভীষণের এই কাজ ধর্মের পক্ষে হলেও, তিনি নিজের পরিবারের সঙ্গে শত্রুর মতো আচরণ করেছিলেন। তাই, ঘরের বা পরিবারের কেউ শত্রুর মতো আচরণ করলে, তাকে ‘ঘরের শত্রু বিভীষণ’ বলা হয়। ধর্ম-কর্ম যে অভিশপ্ত, তা বিভীষণের প্রতারণামূলক কার্য হতে বোঝা যায়। এখনও তার নামকে প্রতারণা ও ষড়যন্ত্রের ঘৃণ্য উদাহরণ হিসেবে তোলে ধরা হয়।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

হিসাব আর হিসেবে / ড. মোহাম্মদ আমীন - শুবাচ