অর্থ বিভ্রাট / ড. মোহাম্মদ আমীন - শুবাচ



অর্থ বিভ্রাট


শিক্ষক: তোলা মানে কী?
ছাত্র: পরিমাপের একক। যেমন: আশি তোলায় এক সের।
শিক্ষক: হল না। তোলা মানে raise, lift. কোন কিছু উপরে উত্তোলন করাকে তোলা বলে।
ছাত্র: তুলা মানে কী স্যার?
শিক্ষক: তুমি বল।
ছাত্র: তুলা মানে cotton
শিক্ষক: এবারও পারলে না তুলা মানে raise/ lift. বল তোবোঝামানে কী?
ছাত্র: Weight/ Burden.
শিক্ষক: হল না। বোঝা মানে Understand.
ছাত্র: তাহলে বুঝা মানে কী?
শিক্ষক: বললাম না Understand!

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

হিসাব আর হিসেবে / ড. মোহাম্মদ আমীন - শুবাচ