কৈ কই / শাহিদুল হক - শুবাচ



কৈনা লিখেকইলিখি
কৈ লিখি না কই যে লিখি দ্বিধায় মোরা রই দৈটা যদি টক হয়ে যায় লিখলে পরে দই?
জলে থৈ থৈ নদীর বুকে হৈ হৈ করে সব এই বানানে নতুন করে উঠছে কলরব।
এসব ভেবে কৈ না লিখে কই লেখাটা হোক দৈ না লিখে দই লেখাতে থাকুক সবার ঝোক।
স্বাদটা কি আর বদলে যাবে ভেজে খেলে কই? কই গিয়েছে খোকনসোনা করছে না হইচই?
নোটঃকৈকইদুটো বানানই শুদ্ধ। তবেকইলেখাই উত্তম। ছাড়াস্বরবর্ণটি বাংলা বর্ণমালার নবম স্বরবর্ণ। ধ্বনিবিজ্ঞানে একেদ্বিস্বরবলা হয়। ব্যাঞ্জনবর্ণের সাথে যুক্ত হলেআকার লাভ করে। ইদানীং বানান সহজ করার জন্য +=অই বা +=ওই লেখা হচ্ছে। কই(বি)- স্বনামখ্যাত বিশেষ মাছ। আবার কই(অব্যয়)- কোথায়

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

হিসাব আর হিসেবে / ড. মোহাম্মদ আমীন - শুবাচ