শুদ্ধ বানান শেখার উপায় / মাইনুল এইচ সিরাজী - শুবাচ


এক বিখ্যাত লেখকের হাতের লেখা দেখার সৌভাগ্য হয়েছিল। ‌‌''মুহূর্ত'' শব্দটা ''হু'' দিয়ে লিখেছেন তিনি। আমি অবাক হইনি। কারণ বানান নিয়ে বিখ্যাত-অখ্যাত সবাই সীমাহীন উদাসীন। ফেসবুক থেকেও ভুরি ভুরি উদাহরণ দেওয়া যায়।
আমি সব বানান আয়ত্ত্ব করে ফেলেছি--এটা বলা আমার উদ্দেশ্য নয়। আমারও অনেক বানান ভুল হয়। তবে ভুল সংশোধনের কিছু উপায় আমার জানা আছে। যেমন, হাতের কাছে অভিধান রাখা। কোনো বানান নিয়ে সন্দেহ হলেই কষ্ট করে অভিধান খুলে দেখা যেতে পারে। পত্রিকা কিংবা বই পড়ার সময় কঠিন শব্দের বানানগুলো খেয়াল রাখতে হবে। তবে সবচেয়ে সহজ উপায় হচ্ছে বানান নিয়ে খেলা। ছোটবেলায় আমরা এটা করতাম। এখন আমার মেয়ের সঙ্গে বানান, শব্দ তৈরি ইত্যাদি খেলি। যেমন সে একটা শব্দ বলল--রসুই, আমি সেটার শেষ বর্ণ ''ই'' দিয়ে বললাম--ইগল, সে ''ল'' দিয়ে বলল--লগন।
এভাবে অনেক ছোটবেলাতেই সমীচীন, মরীচিকা, উচ্ছৃঙ্খল, মুমূর্ষু, varsity, colonel, psychology, homoeopathy, diarrhoea, committee ইত্যাদি বানানগুলো শিখে ফেলেছি।
এই দেখুন ভুলটা করে ফেললাম। আয়ত্ত্ব শব্দের বানানটা ঠিক হয়নি। অভিধান বলছে, এটা হবে আয়ত্ত।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন