অবাক আর হতবাক / ড. মোহাম্মদ আমীন

 অবাক আর হতবাক


 উভয় শব্দের অর্থগত পার্থক্য খুব একটা বেশি নয়। তবে প্রয়োগগত পার্থক্য রয়েছে- যা বহুলাংশে আবেগময়। হত যে বাক- তাই হতবাক; অথবা ‘হত বাক্‌ যার’ সেটাই হতবাক। এটি বহুব্রীহি সমাস। অন্যদিকে বাক -এর পূর্বে অ-উপসর্গ বসে ‘অবাক’ শব্দ গঠন করেছে। এখানে বাকের অভাব বোঝাচ্ছে। সমাসবদ্ধ ধরলে- নয় বাক্‌। এটি নঞ তৎপুরুষ সমাস। প্রথমটায় বাক্‌ নেই।

সাধারণভাবে বলা যায়, অবাক মানে বিস্মিত হওয়া। হতবাক মানে বিস্ময়ে বাক রোধ হয়ে যাওয়া। বেশিমাত্রায় অবাক হওয়ার ক্ষেত্রে হতবাক শব্দটি ব্যবহৃত হয়। বস্তুত দুটোই হৃদ্যিক অভিব্যক্তির পরম অবস্থা প্রকাশে ব্যবহৃত হয়। তবে ‘অবাক’ এর চেয়ে ‘হতবাক’ অধিক আবেগময়। কোনও বিষয়-বস্তু যদি এমন মোহনীয় অনুভূতির সৃষ্টি করে যার বর্ণনা প্রকাশে উপযুক্ত শব্দের অভাব অনুভূত হয়- সেটি হচ্ছে ‘অবাক’। আবার যখন বিষয়টি এত অপরিমেয় অনুভূতির স্ফূরণ ঘটায় যে, তা প্রকাশের বাকশক্তিই লোপ (হত) পেয়ে যায় - সেটি হচ্ছে হতবাক। অসম্ভব কিছু সম্ভব হলে ' অবাক' . আর অপ্রত্যাশিত-অপ্রকাশিত কিছু প্রকাশ হলে 'হতবাক'।
প্রয়োগ : দশ বছর পর দেশে ফিরে জামাল অবাক, কী ছিল, কী হয়েছে!
সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্তিপ্রাপ্ত ছেলে জামালকে দেখে হতবাক পিতা আনন্দে কেঁদে দিলেন।
 
 


[কৃতজ্ঞতায় সর্বজনাব মিসবাহ মনজুর, মোর্শেদ হাসান ও এংগ্রি মিনওন।]

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

হিসাব আর হিসেবে / ড. মোহাম্মদ আমীন - শুবাচ