শুভেচ্ছা ও শুভকামনা / ড. মোহাম্মদ আমীন

শুভেচ্ছা ও শুভ কামনা


‘শুভ+ইচ্ছা= শুভেচ্ছা’ অন্যদিকে ‘শুভ+কামনা= শুভকামনা’। এখানে দুটি শব্দ; ইচ্ছা ও কামনা। দুটোর অর্থ ও প্রয়োগ অভিন্ন নয়। প্রথম শব্দটি শুভ ইচ্ছার সঙ্গে এবং দ্বিতীয় শব্দটি শুভ কামনার সঙ্গে জড়িত। ‘ইচ্ছা’ ও ‘কামনা’ শব্দটি ব্যাকরণগতভাবে কিছু ক্ষেত্রে অভিন্ন অর্থ প্রকাশ করলেও অধিকাংশ ক্ষেত্রে প্রায়োগিক ও অন্তির্নিহিত অর্থে সম্পূর্ণ ভিন্ন। কাউকে শুভেচ্ছা জানানো মানে তার কল্যাণ হোক এমন ইচ্ছার প্রকাশ করা। অন্যদিকে শুভাকামনা মানে কারও জন্য শুভকামনা করা।
'ইচ্ছা করা' মানে নিজেকে কোনও কাজের জন্য প্রস্তুত করার লক্ষ্যে মনকে স্থির করা।  অন্যদিকে 'কামনা করা' মানে নিজের কর্ম থেকে বা অন্য কারও কাছ থেকে কোনও কর্ম বা কোন কিছু সংঘটিত হওয়ার কিংবা পাওয়ার আকাঙ্ক্ষা করা।

ইচ্ছাটা সম্পূর্ণ নিজের তাগিদে উৎসরিত। যেমন আমার ইচ্ছে করছে সিলেট যেতে। এখানে ইচ্ছে’ শব্দটার স্থলে কামান শব্দ স্থাপন যৌক্তিক হবে না। বলা যায় : আমরা যেন ভলোয় ভালোয় সিলেট পৌঁছতে পারি -এ কামনায় করি।




Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

হিসাব আর হিসেবে / ড. মোহাম্মদ আমীন - শুবাচ