হন্য/ হন্যে


হন্য/হন্যে:

হন্য হন্যে ভিন্ন অর্থের পৃথক দুটি শব্দহন্যশব্দের অর্থ বধযোগ্য, হন্তব্য বা হননীয় যেমন: পাগলা কুকুর একটি হন্য প্রাণি অন্যদিকে হন্যে শব্দের অর্থ উন্মত্ত, ক্ষিপ্ত, পাগলা, হিতাহিতজ্ঞানশূন্য, খাপ্পা, বিকৃত মস্তিষ্ক ইত্যাদিযেমন: হন্যপ্রাণিটি হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে বনকর্মীরা হন্যে হয়ে হন্যপ্রাণি খুঁজছে
অনেকেহন্যেঅর্থেহন্যলিখে বাক্যে হাস্যকর অর্থের অবতারনা ঘটায়


তিনি হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছেনএর অর্থতিনি বধযোগ্য হয়ে ঘুরে বেড়াচ্ছেনএটি হাস্যকর উন্মত্ত, ক্ষিপ্ত বা অস্থির হয়ে ঘুরে বেড়ানো অর্থে লিখুন; হন্যে

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

হিসাব আর হিসেবে / ড. মোহাম্মদ আমীন - শুবাচ