জার্মান ও ফরাসি / ড. মোহাম্মদ আমীন

জার্মান ও ফরাসি

জার্মান ও ফরাসি কোনও দেশ বা দেশের নাম নয়। অনেকে জার্মান ও জার্মানি এবং ফরাসি ও ফ্রান্স অভিন্ন মনে করেন । প্রকৃতপক্ষে জার্মানির অধিবাসী ও তাদের ভাষাকে জার্মান বলা হয়। অন্যদিকে ফ্রান্সের অধিবাসী ও তাদের ভাষাকে ফরাসি (বা ফ্রেঞ্চ) বলা হয়। আর একটা বিষয় লক্ষণীয়, ফরাসি আর ফারসি এক নয়। ফারসি হচ্ছে ইরানের ভাষা, যাকে পার্সিয়ানও বলে কিন্তু ফরাসি হচ্ছে ফ্রান্সের নাগরিকদের ভাষা। ফরাসি শুধু ফ্রান্সের নাগরিকদের ভাষাই নয় ফ্রান্স ছাড়াও অনেক দেশের নাগরিক ফরাসি ভাষায় কথা বলেন। প্রাক্তন  ফরাসি উপনিবেশসমূহ তথা  হাইতি, মোনাকো, কঙ্গো, মাদাগাস্কারসহ প্রায় ৩০টি দেশে ফরাসি রাষ্ট্রীয় ভাষা। এমনকি জাতিসংঘের এবং কানাডার ২য় দাপ্তরিক ভাষা ফরাসি। আরও অনেক দেশের নাগরিক ফ্রেন্স বা ফরাসি ভাষায় কথা বলে। অবশ্য তাদের ভাষা ফরাসি হলেও নাগরিকগত্ব বিবেচনায় তারা ফরাসি হিসেব পরিচিত নন।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন