ভালোবাসা ও পছন্দ / ড. মোহাম্মদ আমীন

 ভালোবাসা ও পছন্দ

সাধারণত জন্মস্থান, প্রকৃতি, ধর্ম, ঈশ্বর, আত্মার সঙ্গে নিবিড় সম্পর্কজাত হার্দিক বিষয় এবং মানুষের প্রতি মানুষের ঐকান্তিক স্নেহ-প্রীতি প্রভৃতি প্রকাশে ‘ভালোবাসা’ শব্দ ব্যবহার করা হয়। অন্যদিকে পশু, বস্তু, পরস্পরের কর্ম প্রভৃতির প্রতি আকর্ষণ বুঝাতে ‘পছন্দ’ শব্দ ব্যবহৃত হয়। ভালোবাসার উৎপত্তি তুলনামূলকভাবে পছন্দের চেয়ে দীর্ঘ পর্যবেক্ষণ বা লালিত্যের ফল। অন্যদিকে পছন্দ মুহূর্তের মধ্যে সৃষ্টি হতে পারে কিন্তু ভালোবাসা ধীরে ধীরে জাগ্রত হয়। ভালোবাসা বহুলাংশে জন্মগত ও পরিচয়মূলক সম্পর্কের প্রতীতি কিন্তু পছন্দ তাৎক্ষণিক বিষয়ও হতে পারে। পছন্দ বার বার সহজে বদলায়, বদলানো যায় কিন্তু ভালোবাসার বিষয়কে সহজে পরিবর্তন করা যায় না। কিছু কিছু ভালোবাসা কখনও পরিবর্তন করা যায় না। পছন্দ নিবিড় ও হার্দিক গভীরতায় আপ্লুত হলে তা ভালোবাসায় পরিণত হতে পারে। যেমন : ‘ক্রিকেট আমার পছন্দ’ এ বাক্যের সঙ্গে ‘ক্রিকেট আমার ভালোবাসা’ বাক্যের পার্থক্য মূলত নিবিষ্টতার গভীর অনুভবের তারতম্য প্রকাশ করে। একজন মানুষকে পছন্দ করা যায় আবার ভালোবাসাও যায়। ভালোবাসা ও পছন্দ নির্ভর করে পরস্পর স্নেহ-প্রীতি ও মমতার নিবিড়তার উপর। আমেরিকায় তো পোষা কুকুরও ভালোবাসার। আবার আমাদের দেশে মানুষও পছন্দের নয়।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন