অভিমান ও রাগ / ড. মোহাম্মদ আমীন

অভিমান ও রাগ

অভিমান হচ্ছে : প্রিয়জনের আচরণজনিত মনোবেদনা বা ক্ষোভ। ‘রাগ’ শব্দের অর্থ : ক্রোধ, রোষ, প্রভৃতি। তবে সংগীতের ‘রাগ’ কিন্তু ক্ষোভ বা রোষ নয়। অভিমান শুধু প্রিয়জনের আচরণের কারণে জন্মে। সম্পর্ক যত গভীর হয় অভিমান তত নিবিড় হয়। সে ক্ষেত্রে সামান্য কারণে অভিমান মাথাচাড়া দিয়ে উঠতে পারে। অন্যদিকে, রাগ যে  কোনো ব্যক্তির আচরণে জন্ম নিতে পারে। অভিমান প্রধানত প্রচ্ছন্ন ভালবাসা, বিমল অনুযোগ, আনন্দময় প্রাপ্তির মধুর প্রত্যাশা এবং প্রিয়জনকে আরও নিবিড়ভাবে গভীর করে পাওয়ার অভিনয় প্রভৃতি হৃদয়গঠিত নমনীয়তার নন্দিত বিকাশ। কিন্তু রাগে ঘৃণা, ক্ষোভ, হিংস্রতা, প্রতিহিংসা, প্রতিশোধ পরায়ণতা প্রভৃতি নিন্দিত ও পাশব বিষয়গুলো পশুর মতো নৃশংসতায় জেগে উঠতে পারে। অভিমানের পশ্চাতে সম্পর্ককে আরও নিবিড় ও মধুর করার প্রত্যাশা থাকে এবং নৈকট্যের তীব্রতা প্রবল মমতায় উছলে ওঠে। অভিমানে প্রতিপক্ষের ক্ষতির কোনো ইচ্ছা থাকে না। কিন্তু রাগে প্রতিশোধ আর প্রতিপক্ষের ক্ষতি করার ইচ্ছা প্রচণ্ড রুদ্রতায় মারাত্মক হয়ে ওঠে। অভিমান ও রাগের মিল : দুটোই প্রতিপক্ষের আচরণ ছাড়াও ব্যক্তির আত্মমর্যাদাবোধ দ্বারা তাড়িত হয়।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন