ভুল রশিদ


দেখুন উপরের রশিদে কত ভুল!
১। "No. 620797" > নম্বর ৬২০৭৯৭ [একটি বাংলা ডকুমেন্টে ইংরেজিতে লেখা যথাসম্ভব পরিহার্য];২। "আমানত রশিদ ( হস্তান্তর যোগ্য নহে )" > আমানত রসিদ (হস্তান্তরযোগ্য নহে) [প্রমিত বানান রসিদ; ব্র্যাকেট শুরুর পর পর ও ব্র্যাকেট শেষের ঠিক আগে স্পেস বর্জনীয়; হস্তান্তরযোগ্য সমাসবদ্ধ পদ যা নিরেটভাবে লেখা হবে];৩। "২৮-০৭-২০১৮ইং" > ২৮-০৭-২০১৮ খ্রিস্টাব্দ ['ইং' তো কোনো অব্দই নয়, সুতরাং বর্জনীয়; তারিখ ও খ্রিস্টাব্দের মাঝে স্পেস হবে; খ্রিস্টাব্দের সংক্ষেপণ খ্রি. বর্জনীয়]; ৪। "টাকা =৪০,০০০,০০/=" > টাকা=৪০,০০,০০০/= [সংখ্যায় হাজারের কমাটি ব্যাংকের হিসাব রক্ষক ও ম্যানেজার উভয়ের চোখ এড়িয়ে গেল - এটা আশ্চর্যজনক।]৫। "বাংলাদেশ কৃষি ব্যাংক" কথাটির নীচে "কালাউক শাখা শাখা" > কালাউক শাখা;৬। "২৮-০৭-২০১৫ ইং" > ২৮-০৭-২০১৫ খ্রিস্টাব্দ; ৭। "২৮-০৭-২০১৫ ইং" তারিখের নীচে রসিদের ফরমে-ছাপানো তারিখ লেখার '-----------২০--' ছকটি ব্যবহার করে তারিখ লেখা বাঞ্ছনীয়;৮। "জনাব "উপজেলা পরিষদ' লাখাই, হবিগঞ্জ এর" > উপজেলা পরিষদ, লাখাই, হবিগঞ্জ-এর [প্রতিষ্ঠানের নামের আগে জনাব ব্যবহার্য নয়, বরং কেটে দিতে হবে মনে করি; উপজেলা পরিষদ - এই দুটি শব্দবিশিষ্ট প্রাতিষ্ঠানিক নামটি উদ্ধৃতিচিহ্নের মধ্যে প্রকাশ করা দরকার বলে মনে করি না; অগত্যা উদ্ধৃতিচিহ্ন ব্যবহার করা হলে শুরুতে এবং শেষে একই চিহ্ন ("---" বা '---') ব্যবহার্য, মিশ্রণ ("উপজেলা পরিষদ') নয়; উপজেলা পরিষদ-এর পর কমা বসবে; হবিগঞ্জ ও এর-এর মাঝে হাইফেন বসবে]; ৯। "চল্লিশ লক্ষ টাকা মাত্র টাকা" > চল্লিশ লক্ষ টাকা, অথবা রসিদ নতুন করে ছেপে লেখা যেতে পারে টাকা চল্লিশ লক্ষ মাত্র;১০। "...এবং শতকরা বার্ষিক ৮% টাকা হারে" > ...এবং বার্ষিক ৮% হারে [শতকরা ও % - এ দুটো প্রকাশের একটি ব্যবহার্য, একসঙ্গে দুটো নয়; শতকরা বা % একটি অনুপাত, এককবিহীন, যার পর কোনো একক (যেমন, টাকা ইত্যাদি) লেখা বাহুল্য মনে করি];১১। "লাভ সহ" > লাভসহ [সমাসবদ্ধ পদ, নিরেটভাবে লেখা হবে];১২। "অত্র রশিদ" > এই রসিদ [অত্র ক্রিয়াবিশেষণ, অর্থ এখানে, এই স্থানে; এখানে প্রয়োজন বিশেষণ পদ এই];১৩। "...লাভ সহ অত্র রশিদ দাখিল করা মাত্র..." > ...লাভসহ মেয়াদান্তে এই রসিদ দাখিল করা মাত্র... [মেয়াদ পূর্ণ হওয়ার আগে দাখিল করলে নিশ্চয়ই ৮% লাভসহ আসল টাকা ফেরত দেওয়া হবে না];১৪। "বাংলাদেশ কৃষি ব্যাংক এর পক্ষে" > বাংলাদেশ কৃষি ব্যাংক-এর পক্ষে [ব্যাংক ও এর-এর মাঝে হাইফেন বসবে];১৫। "তালিকা ভূক্তি" > তালিকাভুক্তি [সমাসবদ্ধ পদ, নিরেটভাবে লেখা হবে];১৬। "বিঃ দ্রঃ" > বি. দ্র. [সংক্ষেপণের চিহ্ন কোলন নয়, বরং ফুটকি বা একবিন্দু (.)]; ১৭। "মেয়াদ পুনরায় না বাড়ালে" > মেয়াদ না বাড়ালে [পুনরায় কথাটি বাহুল্য; পুনরায় বাড়ানোর কথা বললে মনে হয় আগে অন্তত একবার বাড়ানো হয়েছে যা আমানতটির ক্ষেত্রে প্রযোজ্য নয়; প্রথম বারের মতো বাড়ানোর প্রশ্নই আসবে ২৮-০৭-২০১৮ তারিখে যখন বর্তমান আমানতের মেয়াদ পূর্ণ হবে]; ১৮। "... দেয় তারিখ হইতে লভ্যাংশ দেওয়া হইবে না" > ... দেয় তারিখ-পরবর্তী সময়ের জন্য লভ্যাংশ দেওয়া হইবে না।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

হিসাব আর হিসেবে / ড. মোহাম্মদ আমীন - শুবাচ