অভিধানে শব্দের পর ব্যবহৃত সংকেতের ব্যাখ্যা / ড. মোহাম্মদ আমীন

অক্রি > অসমাপিকা ক্রিয়া
অনু > অনুকারক শব্দ, শব্দদ্বৈত
অব্য > অব্যয়
অব্যয়ী. > অব্যয়ীভাব সমাস
আক্ষ. > আক্ষরিক
আল. > আলঙ্কারিক
উপ. > উপসর্গ
একব > একবচন
কর্মধা. > কর্মধারয় সমাস
ক্রি > ক্রিয়া
ক্রিবি > ক্রিয়া-বিশেষ্য
ক্রিবিণ > ক্রিয়া-বিশেষণ
ক্লীব. > ক্লীবলিঙ্গ
তৎ. > তৎপুরুষ সমাস
তুল. > তুলনীয়
দ্বন্দ্ব. > দ্বন্দ্ব সমাস
দ্বিগু. > দ্বিগু সমাস
ধ্বন্যা. > ধ্বন্যাত্মক
নতৎ. > নঞ্ তৎপুরুষ সমাস
নিত্য. > নিত্য সমাস
পু. > পুংলিঙ্গ
প্রব. > প্রবচন
বহু. > বহুব্রীহি সমাস
বহুব > বহুবচন
বাগ. > বাগবিধি
বি > বিশেষ্য
বিণ > বিশেষণ
বিবিণ > বিশেষ্যের বিশেষণ
বিণ-বিণ > বিশেষণের বিশেষণ
বিপ. > বিপরীতার্থক শব্দ
ব্য. > ব্যঙ্গার্থ
ব্যা. > ব্যাকরণ
মধ্য. > মধ্যপদলোপী কর্মধারয় সমাস
সং. > সংক্ষেপ
সচ. > সচরাচর 
সম্বো. > সম্বোধনে 
সম্মা. > সম্মানসূচক
সর্ব > সর্বনাম
স্ত্রী. > স্ত্রীলিঙ্গ 
[সূত্র : অভিধান ব্যবহার নির্দেশিকা, বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান, পরিমার্জিত সংস্করণ, অষ্টাদশ পুনর্মুদ্রণ : জানুয়ারি ২০১৫]

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন