হন্ত-দন্ত / আবীর মাহমুদ


বাংলা অভিধানে শব্দযুগলকে দেশি শব্দ বলে বিবেচনা করা হয়েছে। অর্থ করা হয়েছে, "অতি ব্যস্ত ও উত্কণ্ঠিত, ব্যস্তসমস্ত"।
এবার হন্তদন্তের দেশি একটা ব্যাখ্যা দেখুন: হাত>হাঁত>হন্ত, দাঁত>দন্ত। তাহলে সহজেই অনুমেয়, হাত ও দাঁত যেখানে একযোগে কাজ করে।
আবহমান বাংলায়, স্বামীরা স্ত্রীদের পেটান, শাসনের নিমিত্তে যা কখনো কখনো অত্যাচার হয়ে দাঁড়াও আবার কখনো কখনো অত্যাচার সইতে না পেরে।
আমি সকল নারীর কথা বলি না, তবে কিছু নারী যে মুখরা আছেন সেটা সবাই স্বীকার করবেন। আবার পুরুষের কথা ভাবুন, কারণে অকারণে স্ত্রী-পেটা করে এমন পুরুষের অভাব কখনো বঙ্গদেশে ছিল না।
পেটুয়া স্বামীর হাত আর মুখরা স্ত্রীর দাঁত যখন একসাথে চলে, তখন একটা হন্ত-দন্ত কাণ্ড ঘটে।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন