বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের মহড়া / ড. মোহাম্মদ আমীন
প্রথম ছবি গত ১/৯/২০১৬ খ্রিষ্টাব্দ তারিখে অনুষ্ঠিত বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের কিয়দংশের অংশের ছবি নিচে দেওয়া হলো। দেখুন অর্ধপৃষ্ঠার একটি বাংলা লেখায় পিএসসি কত ভুল করেছে। শুবাচে দেওয়া জনাব শফিক মোরশেদের পোস্ট হতে ছবিগুলো নেওয়া। জনাব শফিক মোরশেদ ও জনাব খুরশেদ আহমেদ কয়েকটি ভুল চিহ্নিত করেছেন। এছাড়াও আরও অনেক ভুল এবং অসংগতি এখানে রয়েছে। পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা হলো বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের পরীক্ষা। এতে ভুল থাকা কোনভাবেই কাম্য নয়। পরীক্ষার গুণগত মান রক্ষা করার দায়িত্ব যাদের তারা এক্ষেত্রে যথেষ্ট মনোযোগী না হওয়ায় ধারাবাহিকভাবে এ ধরনের ভুল হচ্ছে। একটু খেয়াল করলে অরও কিছু ভুল পাওয়া যাবে। শব্দচয়ন ও বাক্য গঠনেও বেশ কিছু অসংগতি আছে। এছাড়া আধুনিক বাংলা সম্পর্কে লেখকের অনভিজ্ঞতার ছাপও দেখা যায়।যেমন : ‘গৌরব আর গর্ব’ বাক্যাংশে ‘গৌরব’ ও ‘গর্ব’ সমার্থক শব্দ। এমন উচ্চমর্যাদার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের আওতায় অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্রে এমন উদ্দেশ্যবিহীন শব্দচয়ন যথোপযুক্ত মনে হয়নি। অধিকন্তু এখানে ‘আর’ শব্দের বদলে ‘ও’ দেওয়া উচিত ছিল। কারণ বাক্যাংশ বা বাক্য সংযুক্তিতে ‘আর/এব...