ব্যাকরণ / লিয়াকত চৌধুরী, শুদ্ধ বানান চর্চা


"১৪৯২ সাল।" পাশ্চাত্য থেকে প্রাচ্য" প্রজেক্টটা জমা দিলেন কলম্বাস রানি ইসাবেলার কাছে। ঠিক ওই সময়ে গুটি গুটি পায়ে এগিয়ে এলেন এক বৈয়াকরণ : এলিয়ো আন্তোনিয়োদি নেব্রিহা। রানির ভাষাকে তিনি ভেঙেচুরে আকারতন্ত্রের আঁটোসাঁটো খাপে পুরে দিয়েছেন।তৈরি করেছেন ব্যাকরণ।-- নেব্রিহা রানির কাছে দরবার করলেন,এই বইটার প্রচার আর প্রসারের জন্য। কারণ হিসেবে দর্শালেন যে, এই ব্যাকরণ বইটা নাকি রানির সাম্রাজ্য আর ভাষার মধ্যে বিয়ে ঘটিয়ে দেবে।--শুধু নিজের দেশেই এই সুবিধে ঘটবে তা নয়,"অসভ্য বর্বর শিক্ষকহীন " গোষ্ঠীগুলোকেও রানির ভাষায় শিক্ষা দেবে--" ফলে যা হবে তা হল : অন্যের ভাষাকে উড়িয়ে দেওয়া যাবে। 
দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন