প্রদোষে প্রাকৃতজন / ড. মোহাম্মদ আমীন
‘প্রদোষ’ শব্দের আভিধানিক অর্থ সায়াহ্নকাল, সন্ধ্যাবেলা, সংকটকাল। তবে ‘প্রদোষে প্রাকৃতজন’ শব্দজোড়ায় ‘প্রদোষ’ শব্দের অর্থ বিপর্যস্ত, বিপর্যস্ত অবস্থা, সংকটকাল, বিপদ, সংকট, বিপর্যয়, অসহনীয় অবস্থা, অসহনীয় অবস্থা হতে উত্তরণের প্রয়াস প্রভৃতি। এই শব্দগুচ্ছের ‘প্রাকৃতজন’ শব্দের অর্থ সাধারণ জনগণ, ক্ষমতাহীন জনসাধারণ, অবহেলার শিকার জনগোষ্ঠী, নীরিহ লোকজন প্রভৃতি। সুতরাং প্রদোষে প্রাকৃতজন শব্দগুচ্ছের অর্থ হলো : সংকটে সাধারণ জনগণ, বিপর্যস্ত জনগণ, বিপর্যস্ত দেশ প্রভৃতি।রাষ্ট্রপতির সচিব ভূইয়া সফিকুল ইসলাম ‘প্রদোষে প্রাকৃতজন’ নামের একটি উপন্যাস (২০১৭) লিখেছেন।১৯৮৪ খ্রিষ্টাব্দে আর এক সচিব প্রদোষে প্রাকৃতজন নামের একটি উপন্যাস লিখেছিলেন।কাহিনি ও উপস্থাপনা ভিন্ন হলেও দুটো উপন্যাসের অন্তর্নিহিত ভাব প্রায় অভিন্ন।
গুরুত্বপূর্ণ লিংক
প্রেসক্রিপশনে RX লেখার কারণ
Comments
Post a Comment