প্রচলিত বাংলা বানানরীতি পরিবর্তন করতে হলে তার উপযুক্ত কারণ থাকতে হবে এবং তা আমাদের জানাতেও হবে। অন্যথায় শুধু ট্যাবলেটের মতো গলধকরণ সম্ভব হবে না। আমার কাছে প্রমিত শাহিদুল হক বানানের অনেক জায়গায় ধ্বনিতত্ত্ব অনুযায়ী সঠিক বলে মনে হয়নি। জানি না আমার প্রিয় বন্ধুগণ আমার সাথে একমত পোষণ করবেন কি না। সেক্ষেত্রে আগেই যদি আমার মতের বিপরীতে উপযুক্ত মতামত পেয়ে যাই তাতে আমি খুবই উপকৃত হবো এবং ভুল থেকে বের হয়ে আসতে পারবো। এ যে আমার মায়ের ভাষা। তাকে মায়ের মতো সম্মানের সাথেই মাথায় তুলে রাখতে চাই। বাংলা বানান রীতি পরিবর্তন করতে হলে ০১) ধ্বনিতত্ত্ব( ধ্বনিতত্ত্বে ধ্বনির গঠন,শ্রেণিবিন্যাস, উচ্চারণ রীতি, ধ্বনির পরিবর্তন,বর্ণ, সন্ধি, ণ-ত্ব বিধান, ষ-ত্ব বিধান ইত্যাদি) ০২) শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব( রূপতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে: শব্দরূপ, শব্দ গঠন পদ্ধতি, শব্দের প্রকার, শব্দের ব্যুৎপত্তি আবিষ্কার, পদের পরিচয়, উপসর্গ, প্রত্যয়, বিভক্তি, লিঙ্গ, বচন, ধাতু, কারক, সমাস, ক্রিয়ার কাল, অনুজ্ঞা, ক্রিয়া-প্রকাশ, ক্রিয়া-বিভক্তি প্রভৃতি) ০৩) অর্থতত্ত্ব;( অর্থতত্ত্বে আলোচিত হয় শব্দ ও বাক্যের অর্থ বিচার, অর্থের বিভ...