রমণীয় কৌতুক: লিঙ্গ বিতর্ক / শাহিদুল হক
রমণীয় কৌতুক: লিঙ্গ বিতর্ক এক ব্যক্তি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়েছিল একটি ফরম পূরণ করার জন্য। সেখানে কর্মরত তথ্য পরিচালিকার সাথে তার আলোচনার বিষয়টি নিম্নে তুলে ধরা হল। তথ্য পরিচালিকা: আপনার নাম কী? সেবাগ্রাহক: দবির মিয়া তথ্য পরিচালিকা: আপনার পিতার নাম কী? দবির মিয়া: পিতার নাম-খবির মিয়া। তথ্য পরিচালিকা: আপনার লিঙ্গ কী ? দবির মিয়া: এইবার তো বিপদে ফেললেন। আপনাকে যে আমি কীভাবে আমার লিঙ্গ পরিচয় দেব, তা তো ভেবেই পাচ্ছি না। তথ্য পরিচালিকা: এতে ভাবনার কী হলো ? দবির মিয়া: আপনি আমার নাম শোনার পরেও লিঙ্গ পরিচয় জানতে চেয়েছেন। সুতরাং এটা কি ভাবনার বিষয় না ? তথ্য পরিচালিকা: মোটেও ভাবনার বিষয় না। এখানে দুটো ঘর আছে। এর যে কোন একটিতে টিক চিহ্ন দিয়ে আপনি আপনার লিঙ্গ পরিচয় জানিয়ে দিলেই তো পারেন। দবির মিয়া: আমার নাম লেখা বা বলার পরেও আমার লিঙ্গ বা নিদর্শন ব্যক্ত হচ্ছে না, আবার পৃথক করে লিঙ্গ পরিচয় দিতে হবে, তা হলে তো এটা দশম আশ্চর্যজনক ঘটনা! বরং আপনি পুরুষ-মহিলা নিয়ে ঘাঁটাঘাটি না করে লিখে দিন যে, আমার ‘প্রথম লিঙ্গ।’ তথ্য পরিচালিকা: আবার ‘প্রথম লিঙ্গ’ কেন? দবির মিয়া: শুনেছ...